নকিয়া ৬.১ প্লাস এনেছে এইচএমডি গ্লোবাল

বাংলাদেশের বাজারে নকিয়া ৬.১ প্লাস স্মার্টফোন নিয়ে এইচএমডি গ্লোবাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 12:48 PM
Updated : 1 Oct 2018, 12:48 PM

রাজধানীতে সোমবার আনুষ্ঠানিকভাবে এ স্মার্টফোনটি উন্মোচন করা হয় বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, উদ্বোধনের দিন থেকে প্রথম পাঁচদিন গেজেট অ্যান্ড গিয়ারে এবং এরপর থেকে দেশব্যাপী পাওয়া যাবে এই স্মার্টফোনটি।

স্মার্ট স্টোরি টেলিং ফিচারের সঙ্গে এই ফোনে রয়েছে একটি বহুমাত্রিক ডিসপ্লে। এর মাধ্যমে ভিডিও দেখা, বন্ধুদের সঙ্গে মেসেজিং এবং যাবতীয় সোশ্যাল ফিডও একসঙ্গে ব্যবহার করা যাবে।

৫.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফোনটিতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস।  ১৬ মেগাপিক্সেল  ফ্রন্ট ক্যামেরা এবং ১৬ ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ছাড়াও ফোনটিতে রয়েছে অ্যাডভান্সড ইমেজিং ফিচার।

সাদা, কালো এবং নীল রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে ২৭ হাজার ৯৯০ টাকায়।

অনুষ্ঠানে এইচএমডি গ্লোবালের প্যান এশিয়ার মহাব্যবস্থাপক সন্দীপ গুপ্ত বলেন, “অ্যান্ড্রয়েড ওয়ান পরিবারে সর্বাধুনিক চিপসেট নিয়ে এই ফোনের পারফরম্যান্স হবে সবার সেরা, যেটা আপনি একটি প্রিমিয়াম স্মার্টফোন থেকেই পেতে পারেন।”

এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ ও গেজেট অ্যান্ড গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।