বিআইএফএফএল এক্সপো হচ্ছে ঢাকা ও চট্টগ্রামে

পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি সরবরাহকারীদের তথ্য উপস্থাপন  এবং উদ্ভাবনী ব্যবসায়িক সমাধান তুলে ধরতে তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাক্চার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2018, 11:50 AM
Updated : 29 Sept 2018, 11:50 AM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বিআইএফএফএল গ্রিন অ্যান্ড পিপিপি কনভেনশন অ্যান্ড এক্সপো-২০১৮' শীর্ষক মেলা ৪-৭ অক্টোবর এক যোগে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং  চট্টগ্রামে জিইসি কনভেনশন সেন্টারে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বিআইএফএফএল পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সম্প্রসারণে কাজ করছে।

কনভেনশন ও প্রদর্শনীর পাশাপাশি দেশের জ্বালানি ও প্রযুক্তিখাত বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীদার, ব্যাংকার, নিয়ন্ত্রক এবং ব্যবহারকারীদের সমন¦য়ে তিনটি সেমিনারও হবে।