উদ্যোক্তা-বিনিয়োগকারীদের মেলাতে এল ‘ফান্ড এসএমই ডটকম’

উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে মেলবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান বিডিভেঞ্চার নিয়ে এল ওয়েবভিত্তিক ‘ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম’ ফান্ড এসএমই ডটকম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2018, 03:39 PM
Updated : 26 Sept 2018, 03:39 PM

বুধবার ঢাকার কারওরান বাজারের বেসিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ফান্ড এসএমইর চেয়ারম্যান এম এহসানুল হক এবং বেসিস চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর নতুন এ উদ্যোগের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এহসানুল অনুষ্ঠানে বলেন, “অনেক ছেলে-মেয়ের দেশকে বদলে দেওয়ার মত আইডিয়া আছে, যোগ্যতা আছে, কিন্ত অল্প কিছু অর্থের জন্য তারা হয়ত ব্যবসা শুরু করতে পারছে না বা এগোতে পারছে না। পাশাপাশি অনেক ধনী ব্যক্তি রয়েছেন যারা ব্যবসা করতে চেয়েও নানা সীমবদ্ধতায় পারেননি। তবে তারা এখন আরেকজনের ব্যবসায়ে বিনিয়োগ করতে চান। এই দুটি পক্ষকে মিলিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দ্যেশ্য।”

অন্যদের মধ্যে গ্রিন-ডেল্টা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চোধুরী, বিডিভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আগ্রহী তরুণ ও ব্যবসায়ীরা বুধবার থেকেই ফান্ড এসএমই ডটকমে নিবন্ধনের সুযোগ পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।