মাইক্রোসফট পুরস্কার পেল ‘আমরা’

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রমাগত নতুন বাজার সম্প্রসারণের জন্য  মাইক্রোসফটের ‘টপ-ইয়ার-অন ইয়ার গ্রোথ ফর সাউথইস্ট এশিয়া (এসইএ) নিউ মার্কেটস এফওয়াই১৮’ পুরস্কার পেয়েছে তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেড (এটিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2018, 12:18 PM
Updated : 26 Sept 2018, 12:18 PM

এটিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পুরস্কার প্রাপ্তি প্রযুক্তিগত উৎকর্ষ ও সর্বোচ্চ গ্রাহকসেবায় ‘আমরা’র অঙ্গীকারেরই প্রতিফলন এবং এটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি গৌরবময় অর্জন।

এটিএল জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়টি দেশে মাইক্রোসফটের বড় অংশীদারদের সঙ্গে ‘আমরা’ এই সম্মানজনক স্বীকৃতি অর্জনের সুযোগ পেয়েছে।

গত ১৯-২০ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককের এথনি হোটেলে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার তুলে দেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাইক্রোসফট নিউ মার্কেটস মহাব্যবস্থাপক সুক হুন চিয়া।

আমরা টেকনোলজিস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম বলেন, “এটি যে কোনো বাংলাদেশি কোম্পানির জন্য গৌরবের মুহূর্ত। ‘আমরা’তে আমরা প্রতিনিয়ত উন্নতি করছি গ্রাহকদের অনুধাবনের মাধ্যমে। আমাদের কর্মী ও গ্রাহকদের এই মেলবন্ধন আমাদের ক্রমাগত প্রবৃদ্ধিকে সবসময়ই তরান্বিত করেছে।”

গত তিন দশক ধরে দেশের ব্যাংকিং খাতে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সংযোগ সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।