ইসলামী ব্যাংক-জেনেক্স ইনফোসিসের মধ্যে গ্রাহকসেবা চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের মধ্যে উন্নত গ্রাহক সেবা ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 02:03 PM
Updated : 24 Sept 2018, 02:03 PM

সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ চুক্তির ফলে ইসলামী ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে গ্রাহকদের সেবা দেবে জেনেক্স।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলমের উপস্থিতিতে উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমদ চৌধুরী ও জেনেক্স ইনফোসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্স মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী ও মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার, তাহের আহমেদ ও মো. ওবায়দুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএফএম কামাল উদ্দিন, জেনেক্স ইনফোসিসের চিফ অপারেটিং অফিসার তানভীর মোসাদ্দেক, ভাইস প্রেসিডেন্ট দীপ্ত ঘোষাল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাঈদ আহমেদ ও বিজনেস রিলেশনশিপ ম্যানেজার ফাতিমা খানমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।