এআই অ্যাপ আনল দারাজ

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে যুক্ত হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন নতুন অনলাইন শপিং অ্যাপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 11:46 AM
Updated : 23 Sept 2018, 11:46 AM

দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উন্নত গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য বাংলাদেশে দারাজ নিয়ে এসেছে আলিবাবার বিশ্বমানের ই-কমার্স প্রযুক্তি। নতুন দারাজ মোবাইল অ্যাপ্লিকেশনটি তাদের কথা মাথায় রেখে বানানো হয়েছে যারা আসলে কেনাকাটা করতে আগ্রহী কিন্তু সত্যিকার অর্থে জানেন না কোনটি কিনতে হবে।”

অ্যাপটিতে গ্রাহকদের কেনাকাটার সুবিধায় তিনটি ‘স্মার্ট অপশন’ রয়েছে, যার মাধ্যমে ‘স্মার্ট সার্চ’ অপশন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

নতুন দারাজ অ্যাপের ‘ইন্টারফেস’ প্রতিটি গ্রাহকের জন্য হবে  আলাদা।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “দারাজকে নতুন আঙ্গিকে সাজানোর ফলে ক্রেতা এবং উদ্যোক্তা উভয়ই লাভবান হচ্ছেন। আলিবাবার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি এবং জ্ঞান দ্বারা দারাজ এখন গ্রাহকদেরকে আগের চেয়ে আরও উন্নত সেবা প্রদান করতে সক্ষম।”