ভিশন পণ্য কিনে রাশিয়া যাচ্ছেন ৯০ জন

বিশ্বকাপ ফুটবলের সময় প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি ভিশন ইলেকট্রনিক্সের পণ্য কিনে রাশিয়া ভ্রমণের সুযোগ পেয়েছেন ৯০ জন ক্রেতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 04:38 AM
Updated : 20 Sept 2018, 04:38 AM

আরএফএল  গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বুধবার বাড্ডায় আরএফএলের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ৯০ জনের হাতে রাশিয়া ভ্রমণের কাগজপত্র তুলে দেন বলে ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ভিশন ইলেকট্রনিক্সের মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলতে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাশিয়া ক্যাম্পেইন চলে। এই ক্যাম্পেইনের আওতায় রাশিয়া ভ্রমণ ছাড়াও ক্রেতাদের জন্য ছিল নগদ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।”

টেলিভিশন, ফ্রিজ, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইন্ফ্রারেড কুকার, রুটি মেকার, রুম হিটার, আয়রন, ফ্যানসহ নানা ধরনের হোম অ্যাপলায়েন্স পণ্য রয়েছে ভিশনের।

ভিশন ইলেকট্রনিক্সের হেড অব অপারেশনস নূর আলম , মাহাবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।