বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল

লাইসেন্সের শর্ত ভাঙায় বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 01:04 PM
Updated : 19 Sept 2018, 01:04 PM

বুধবার বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের অক্টোবরে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া, লাইসেন্সের শর্ত বহির্ভূতভাবে এনটিটিএন সেবা দেওয়া বন্ধ না করা, বকেয়া রাজস্ব পরিশোধ না করাসহ কমিশনের নির্দেশনা লঙ্ঘনের কারণে বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান বাংলা ফোন লিমিটেডের লাইসেন্স বাতিলের পর প্রতিষ্ঠাটির যন্ত্রপাতি সিলগালা করে দেওয়া হয়েছে।

বিটিআরসির এনফোর্সমেন্ট টিম বুধবার বিকেলে গুলশানে বাংলা ফোনের কার্যালয়ে গিয়ে এই ব্যবস্থা নেয় বলে জাকির হোসেন খান জানান ।