ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তাদের চার দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও এসএমই ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 04:01 PM
Updated : 18 Sept 2018, 04:01 PM

মঙ্গলবার রাজধানীতে এসএমই ভবনে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষ হয়।

‘নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ’ শীর্ষক এই কর্মসূচিতে ৩০জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন বলে বলে জানায় ইবিএল।

সমাপনী পর্বে বাংলাদেশ ব্যাংকের পরামর্শক এবং সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহীন আনোয়ার, ইবিএল রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান এম. খোরশেদ আনোয়ার ও রিটেইল লায়াবিলিটি অ্যান্ড ওয়েল্থ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সৈয়দ জুলকার নাইন উপস্থিত ছিলেন।