এফবিসিসিআইর সাবেক সভাপতি আকরাম হোসেনের মৃত্যু

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 12:26 PM
Updated : 18 Sept 2018, 12:26 PM

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যবসায়ী আকরাম ১৯৯০-৯২ মেয়াদে এফবিসিসিআইর সভাপতি ছিলেন। এর আগে ১৯৮৭-৮৯ মেয়াদে তিনি ছিলেন সহ-সভাপতি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজেরও (বায়রা) এক সময়ের সভাপতি ছিলেন আকরাম হোসেন।

আকরাম হোসেন স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার ছেলে আমজাদ হোসেন বর্তমানে এফবিসিসিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আকরাম হোসেনের মৃত্যুতে এফবিসিসিআইর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকরা শোক প্রকাশ করেছেন।

সব জেলা চেম্বার, অ্যাসোসিয়েশন এবং এফবিসিসিআই সচিবালয়ও সাবেক সভাপতির মৃত্যুকে শোক জানিয়েছে।