স্কুলেই স্যানিটারি ন্যাপকিন সুবিধা দিচ্ছে সেনোরা

সেনোরার ‘নোরা আপা’ উদ্যোগের মাধ্যমে স্কুলছাত্রীরা তাদের মাসিকের সময় হাতের কাছেই পাবে স্যানিটারি ন্যাপকিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 04:11 PM
Updated : 12 Sept 2018, 04:11 PM

প্রথম দেশীয় স্যানিটারি ন্যাপকিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেনোরার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে প্রথম এই উদ্যোগ শুরু হয়। শুরুতে ঢাকা, দিনাজপুর, রংপুর, রাজশাহীসহ আটটি জেলায় ১৩৮টি স্কুলে নোরা আপা উদ্যোগ চালু হয়। এ পর্যন্ত মোট ৩১০টি স্কুলে এই সুবিধা চালু রয়েছে।

প্রতিটি স্কুলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকর্মীর কাছে প্রয়োজনের সময় পাওয়া যাবে সেনোরা স্যানিটারি ন্যাপকিন।

সেনোরা স্কুল প্রোগ্রামের সময় ছাত্রীদের সঙ্গে এই কর্মীর পরিচয় করিয়ে দেওয়া হয়, যার কাছ থেকে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে ছাত্রীরা।

একটি কাঠের আলমারিতে স্যানিটারি ন্যাপকিন মানসম্মতভাবে সংরক্ষণ করা হবে এবং ছাত্রীদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

স্কুল-কলেজে থাকার সময় মাসিক হলে আগে থেকে প্রস্তুতি না থাকলে মেয়েদের ছুটি নিয়ে বাড়ি চলে যেতে হয় বলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ন্যাপকিনের জোগান দেওয়ার পরামর্শ ছিল অভিভাবক ও শিক্ষকদের।

স্যানিটারি ন্যাপকিন না পাওয়ার কারণে অনেক মেয়ে এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে আসতে অনাগ্রহী থাকে, বলে আসছেন তারা।

মাসিক ব্যবস্থাপনা না থাকায় এই দিনগুলোতে ৪০ শতাংশ ছাত্রীর গড়ে ৩ দিন স্কুলে অনুপস্থিত থাকার চিত্র তুলে ধরেছিল বাংলাদেশ ন্যাশনাল হাইজিন বেইজলাইন সার্ভে।
রামু গার্লস স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন,  “নোরা আপার কারণে ক্লাসে মেয়েদের উপস্থিতির হার একটু বেড়েছে আর একই সাথে বেড়েছে এই ট্যাবু বিষয়টি নিয়ে সচেতনতা।”

প্রতিটি স্কুল এবং কলেজে এই উদ্যোগটি থাকা খুব জরুরি বলেও জানান তিনি।

সেনোরা এই স্কুল প্রোগ্রামের মাধ্যমে স্কুলে স্কুলে মেয়েদের সচেতন করার কাজটি করে যাচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে।

এখন পর্যন্ত প্রায় ৩৭ লাখেরও বেশি স্কুলছাত্রীকে সচেতন করা হয়েছে।