৭ হাজার সাইট নিয়ে ৪.৫জি নেটওয়ার্ক রবি’র

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড গত ১১ অগাস্ট সাত হাজার ৪ দশমিক ৫জি সাইটের মাইলফলকে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 02:41 PM
Updated : 16 August 2018, 02:41 PM

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এর ফলে দেশের ৫৪৪টি থানার মধ্যে ৫৩২টি থানায় এবং ৪৯০টি উপজেলার মধ্যে ৪৭৭টি উপজেলায় ৪.৫ জি নেটওয়ার্ক বিস্তৃত করেছে রবি, যার আওতায় রয়েছে দেশের ৬৪ শতাংশ মানুষ।

রবি দাবি করেছে, তারা  প্রথম ডিজিটাল অপারেটর যারা ৩০ লাখ ৪.৫ জি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে।

রবি’র চিফ টেকনোলজি অফিসার মেধাত আল হোসেনি বলেন, “দেশজুড়ে ৪.৫ জি নেটওয়ার্কের বিস্তৃতি নিয়ে আমরা শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এই সেবা চালু হওয়ার পর থেকে জুন মাস পর্যন্ত ৬ হাজার ১শ’টি ৪.৫ জি সাইট এবং ছয় মাসের কম সময়ের মধ্যে সাত হাজার ৪.৫ জি সাইটের মাইলফলকে পৌঁছানোর গৌরব অর্জনে করেছি আমরা।”

মেধাত বলেন, “বর্তমানে বাংলাদেশের ৯৮ শতাংশ থানা ও উপজেলা রবি’র ৪.৫ জি সেবার আওতায় রয়েছে। শহুরে মানুষের সাথে গ্রামীণ জনগোষ্ঠীকেও ডিজিটাল বাংলাদেশের আওতায় এনেছে রবি। দেশে বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক নিশ্চিত করে টেলিযোগাযোগ শিল্পে এক্ষেত্রে নিজেদের শীর্ষ অবস্থান আরো দৃঢ় করেছে রবি।”