মসলার বাজার ঠিক রাখতে সিটি করপোরেশনের নজরদারি

কোরবানি ঈদের আগে মসলার বাজার সহনীয় রাখতে ঢাকার দুই সিটি করপোরেশন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 09:45 AM
Updated : 16 August 2018, 09:45 AM

বাজার পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এসে তিনি সাংবাদিক বলেন, “ঈদের আগে বাজারে মসলার সরবরাহ স্বাভাবিক। আশা করছি ঈদের আগে দাম বাড়ব না।”

বাংলাদেশের মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ উদযাপন করবে আগামী ২২ অগাস্ট। দেশে সারা বছর যত পশু জবাই হয়, তার অর্ধেকই হয় এই কোরবানির মওসুমে। ঈদের খাবারের আয়োজনে বিভিন্ন মসলার চাহিদাও তাই বাড়ে।   

ঈদের মওসুমে বাজার সামলে রাখতে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সন্মিলতভাবে সব কাঁচাবাজারে মনিটরিং টিম রাখছে জানিয়ে মেয়র বলেন, “কোনোভাবেই যাতে মসলার বাজার নাগালের বাইরে না যায়, সেজন্য দুই সিটি করপোরেশন, টিসিবিসহ সবার সাথে সন্মিলতভাবে কাজ করব।" 

মেয়র দাবি করেন, বাজার পরিদর্শন করে তিনি বেশ কিছু মসলা এবং বেশ কিছু নিত্যপণ্যের দাম গত বছরের চেয়ে কম দেখেছেন।

অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ডিএনসিসির প্রধান নির্বাহী মেসবাহুল ইসলাম, ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার,  ডিএসসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন।