ঈদ উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঈদুল আজহাকে সামনে রেখে ন্যায্যমূল্যে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 12:57 PM
Updated : 13 August 2018, 12:57 PM

এবার খুচরা পর্যায়ে প্রতিকেজি চিনি ৫২ টাকা, মসুর ডাল ৫০ টাকা, ছোলা ৪০ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকায় বিক্রি করা হবে।

একজন ভোক্তা প্রতিদিন চার কেজি করে চিনি ও ডাল, পাঁচ লিটার তেল ও ছোলা যেকোনো পরিমাণ কিনতে পারবেন।

সোমবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য দেশব্যাপী ১৮৭টি ট্রাকে এসব পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

রাজধানীর নির্ধারিত ৩৫টি স্থান ছড়াও চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি ও জেলা শহরে দু’টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।

এছাড়া নিজস্ব দুই হাজার ৮০৩ ডিলার ও ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমেও এই কার্যক্রম চালাবে টিসিবি।

প্রতিদিন চিনি ডিলারদের জন্য ৫০০ থেকে ৭০০ কেজি, ট্রাক সেলের জন্য ৩০০ থেকে ৫০০ কেজি, মশুর ডাল ডিলারদের জন্য ৩০০ থেকে ৬০০ কেজি,  ট্রাক সেলের জন্য ৩০০ থেকে ৫০০ কেজি, ছোলা ডিলারদের জন্য ৩০০ থেকে সর্বোচ্চ যেকোনো পরিমাণ, ট্রাক সেলের জন্য ৩০০ থেকে ১৫০০ কেজি এবং সয়াবিন তেল ডিলারদের জন্য ৩৩০০ থেকে ৬০০ লিটার আর ট্রাক সেলের জন্য ৩০০ থেকে ৫০০ লিটার নির্ধারণ করা হয়েছে।