মার্কিন কংগ্রেস সদস্যের সঙ্গে এফবিসিসিআই নেতাদের বৈঠক

দ্বি-পক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য জিম বেটসের সঙ্গে বৈঠক করেছেন এফবিসিসিআই নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 11:33 AM
Updated : 13 August 2018, 11:33 AM

রোববার ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তৈরি পোশাক শিল্পের অন্যতম কাঁচামাল তুলা আমদানি, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য জিএসপি সুবিধাসহ অন্যান্য বিষয়ে বৈঠকে আলোচনা করেন ব্যবসায়ী নেতারা।  

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন,  সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং বিজিএসইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম আলোচনায় অংশ নেন।

এফবিসিসিআই পরিচালক রাশেদুল হোসেন চৌধুরী (রনি) এবং তৈরি পোশাক শিল্পের নেতারা সভায় উপস্থিত ছিলেন।