লিফান, ভিক্টর-আর ও মোটোক্রসের বাইক মিলবে দারাজেও

এখন থেকে লিফান, ভিক্টর-আর ও মোটোক্রস ব্র্যান্ডের মোটরসাইকেল পাওয়া যাবে অনলাইন বিপণিবিতান দারাজ বাংলাদেশেও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 09:03 AM
Updated : 22 July 2018, 09:03 AM

রোববার দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ওই ব্র্যান্ডগুলোর একমাত্র এজেন্ট ও পরিবেশক রাসেল ইন্ডাস্ট্রিজের সঙ্গে তাদের এবিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

দারাজ বাংলাদেশের বনানী সদর দপ্তরে ওই চুক্তিতে সই করেন দারাজ বাংলাদেশের হেড অব ইলেক্ট্রনিকস হাসান শরিফুল ইসলাম ও রাসেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান নুরুল আবসার রাসেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিফান, ভিক্টর-আর ও মোটোক্রস ব্র্যান্ডের মোটর সাইকেলগুলো দারাজে পাওয়া যাবে সুদবিহীন (০%) ইএমআই সুবিধায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দারাজের হেড অব অটোমোটিভ ও মোটরসাইকেল সাইফুল আলম পল্লব, অ্যাকাউন্ট ম্যানেজার অব অটোমোটিভ ও মোটর সাইকেল ক্যাটাগরি আন্নাফী আলম অনিক, ভেন্ডর ম্যানেজার মোর্শেদ জাহান শুভ্র, রাসেল ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল বাশার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়সাল রহমান উপস্থিত ছিলেন।

২০০৪ সালে অটোমোবাইল কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে রাসেল ইন্ডাস্ট্রিজ।