রাজধানীতে মাছের মেলা

ঢাকার খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে মাছ ও মৎস্যজাত পণ্য নিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের ‘মৎস্য মেলা’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2018, 03:01 PM
Updated : 20 July 2018, 03:01 PM

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডল শুক্রবার এ মেলার উদ্বোধন করেন।

এ মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২৪টি স্টলে মাছ ও মৎস্যজাত পণ্য বিক্রি ছাড়াও মৎস্য খাতের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

তাজা মাছ বিক্রির ব্যবস্থা ছাড়াও একটি স্টলে রয়েছে সামুদ্রিক মাছ ভেজে খাওয়ার ব্যবস্থা।

এছাড়া অনলাইনে মৎস্য বিপণনে সহায়তা দেওয়া হচ্ছে মেলায়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় মৎস্য মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা দেশি-সামুদ্রিক মাছ। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১০টা থেকে রাত ৯টা মেলা সবার জন্য খোলা।

অন্যদের মধ্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলজার হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণ কুমার মালাকার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল সাঈদ মো. রাশেদুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও খবর-