২০০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস

২০১৭-১৮ বছরের জন্য ১০০% বোনাস শেয়ারের পাশাপাশি ২০০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 02:21 PM
Updated : 19 July 2018, 02:21 PM

বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্জার পেইন্টসের ৮ম বিশেষ সাধারণ সভা এবং ৪৫তম বার্ষিক সাধারণ সভা এ ঘোষণার কথা জানানো হয়।

মঙ্গলবার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জেরাল্ড কে. এডামস্ সভাপতিত্ব করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ সাধারণ সভায় কোম্পানির অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়।

অন্যদের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং পরিচালক অনীল ভাল্লা, কে.আর. দাশ, জাঁ-ক্লদ লুত্রই, আনিস এ. খান, মাসুদ খান, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা ও আব্দুল খালেক এবং কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক সভায় উপস্থিত ছিলেন।

পর্ষদের সভাপতি ৩১ মার্চ ২০১৮ তারিখে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের প্রতি পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী তুলে ধরেন।

উপস্থিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমডি রূপালী চৌধুরী।