ব্যবসায়ী আবুল কাশেম আহমেদের কুলখানি শুক্রবার

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবুল কাশেম আহমেদের কুলখানি হবে শুক্রবার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 12:49 PM
Updated : 20 July 2018, 07:24 AM

তার ছেলে বেনজীর আহমেদ টিটু জানান, রাজধানীর মগবাজারের সেঞ্চুরি টাওয়ারের বাসায় শুক্রবার আসরের পর তার বাবার কুলখানি ও দোয়া মাহফিল হবে।

লিভারের জটিলতায় আক্রান্ত কাশেম মঙ্গলবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আবুল কাশেম আহমেদ চার মেয়াদে ২২ বছর টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছিলেন।

২০০৮-১০ মেয়াদে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

আবুল কাশেমকে দাফন করা হয়েছে রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।