কেনাকাটায় ‘বিশেষ ছাড়’ নিয়ে এলো ব্লু কার্ড

রাজধানীর পাঁচ শতাধিক প্রতিষ্ঠানের আউটলেটে পণ্য ও সেবা কেনায় গ্রাহকদের ‘বিশেষ ছাড়’ সুবিধা দিতে বাজারে চালু হয়েছে ‘ব্লু কার্ড’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 07:54 PM
Updated : 14 July 2018, 07:54 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কার্ডের কো-ফাউন্ডার আলী ফিদা একরাম তোজো।

বিশেষ এই কার্ডধারীরা ফ্যাশনশপ, রেস্তোরাঁ, হাসপাতাল, পার্লার, জুয়েলার্স, ফার্মেসি, ফুটওয়্যার, মুদি দোকানসহ পাঁচ শতাধিক প্রতিষ্ঠানের আউটলেট থেকে সেবা ও পণ্য কেনায় ৩ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন বলে জানান তিনি।

ব্লু কার্ডের ওয়েবসাইট (www.Bluecardbd.com) কিংবা প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ারে (০৯৬৬৬৭২৪৭২৪) ফোন করে দুইশ টাকায় এই কার্ড সংগ্রহ করা যাবে।

প্রতিটি কার্ডের মেয়াদ থাকবে এক বছর। মেয়াদ শেষে একশ  টাকা দিয়ে পুনরায় এক বছর এ সেবা রিনিউ করা যাবে।

কার্ডধারীরা ক্যাটালগ, ওয়েবসাইট ছাড়াও গুগল প্লে স্টোর থেকে অ্যাপের মাধ্যমে ‘ব্লু কার্ড’ দেখিয়ে ছাড় মিলবে এমন আউটলেট ও পণ্য-সেবা সম্পর্কে জানতে পারবেন।

সংবাদ সম্মেলনে আলী ফিদা বলেন, “ক্রেতারা সব সময় ভাবেন পণ্য কিনে তিনি ঠকছেন। ক্রেতা ও বিক্রেতার অসন্তুষ্টি দূর করার চিন্তা থেকে ব্লু কার্ডের উদ্ভাবনী ধারণার সূত্রপাত হয়।”

সংবাদ সম্মেলনে ব্লু কার্ডের প্রধান সমন্বয়ক লুবাবা লামিয়া, হেড অব অপারেশনস এ কে এম আসাদুজ্জামানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।