পাঁচ ব্যাংকে ৭৬৭ জন কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ৭৬৭ জন কর্মকর্তা নিয়োগ দেবে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2018, 01:54 PM
Updated : 12 July 2018, 01:54 PM

বৃহস্পতিবার এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে ৭৬৭টি শূন্য পদে কর্মকর্তা (ক্যাশ) নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

এর মধ্যে সোনালী ব্যাংকে ২৪৪ জন, রূপালী ব্যাংকে ১৯৭, কৃষি ব্যাংকে ৩১৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে চার এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে তিনজন নিয়োগ দেওয়া হবে।

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছরের স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত অন্য সব প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফরম’ পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

৫ অগাস্টের মধ্যে আবেদন করা যাবে