শ্রীলংকায় রপ্তানি করবে নেস্‌লে বাংলাদেশ

শ্রীলংকায় প্রথমবারের মতো পণ্য রপ্তানি করার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেস্‌লে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 05:33 PM
Updated : 12 July 2018, 09:50 AM

প্রাথমিকভাবে শ্রীলংকায় দুগ্ধজাত শিশুখাদ্য ‘নেসপ্রে’ রপ্তানি করা হবে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “নেস্‌লে বাংলাদেশের বাইরে নেস্‌লে পণ্য বিক্রির জন্য শ্রীলংকাকে একটি উপযুক্ত বাজার হিসেবে দেখছে। এই উদ্যোগে উভয় দেশই লাভবান হবে।”

সম্প্রতি ঢাকায় নেস্‌লে ও শ্রীলংকান প্রতিনিধিদের অংশগ্রহণে পণ্য রপ্তানির আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বাণিজ্য সচিব শুভশীষ বসু, ঢাকায় শ্রীলংকার হাই কমিশনার ক্রিসান্থে ডি সিলভা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহফুজুল হক, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেহজাদ মুনিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাণিজ্য সচিব বলেন, “নেসলে বাংলাদেশের পণ্যের সুনাম দেশে ও দেশের বাইরে ছড়িয়ে রয়েছে।”

এই সুনাম বিদেশে বাজার ধরার ক্ষেত্রেও ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

নেস্‌লে বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, “নেসলে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে বিনিয়োগ চালিয়ে যাবে।

“ব্যবসার পরিধি বাড়ানো এবং বাংলাদেশে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চায় নেসলে।”