মিরপুরে বড় পর্দায় বিশ্বকাপ দেখাবে প্রাণ ফ্রুটো

ফুটবলপ্রেমীদের জন্য মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশাল পর্দায় রাশিয়া বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে প্রাণ ফ্রুটো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2018, 11:16 AM
Updated : 5 July 2018, 11:16 AM

প্রাণ ফ্রুটো বোতলের লেবেল দেখিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলো ফুটবলপ্রেমীরা এখানে উপভোগ করতে পারবেন বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইনডোর স্টেডিয়ামে ৩২ বাই ২০ ফুটের বিশাল স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি থাকছে ফুড ফেস্টিভাল, লাইভ কনসার্ট, প্রিয় তারকার সাথে ফুটবল আড্ডা, র‌্যাফেল ড্রসহ নানা আয়োজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় এই আয়োজনের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

প্রাণ ফ্রুটোর হেড অব মার্কেটিং আতিকুর রহমান বলেন, “ফুটবলপ্রেমীদের অনেকেই বড় পর্দায় দল বেঁধে খেলা দেখতে পছন্দ করেন। এদের বেশিরভাগই তরুণ। এসব বিষয় মাথায় রেখেই আমাদের এই আয়োজন।”

তিনি বলেন, যে কেউ বিনামূল্যে স্টেডিয়ামে বড় পর্দায় খেলা উপভোগ করতে পারবেন। তবে প্রবেশের জন্য প্রাণ ফ্রুটো বোতলের লেবেল দেখাতে হবে।