রবি এনেছে মিউজিক স্ট্রিমিং অ্যাপ ‘স্প্ল্যাশ’

দেশে প্রথমবারের মতো অডিও-ভিজ্যুয়াল ডিজিটাল মিউজিক স্ট্রিমিং অ্যাপ ‘স্প্ল্যাশ’ আনল ডিজিটাল সেবাদাতা  কোম্পানি রবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2018, 03:45 PM
Updated : 24 June 2018, 03:45 PM

অপারেটরটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাপটিতে রয়েছে ১৬ লাখের বেশি মিউজিক ট্র্যাক। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সিস্টেম ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এছাড়া ওয়াপ বা ওয়েব সংস্করণেও সেবাটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রাহকরা গুগল ‘প্লে স্টোর’ থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন অথবা ওয়েব বা ওয়াপ সংস্করণের জন্য https://splashmusic.co সাইটে ভিজিট করতে হবে।

রবি গ্রাহকরা দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে সেবাটি গ্রহণ করার সাথে এক মাস ফ্রি ট্রায়ালের সুযোগ পাবেন।

দৈনিক, সাপ্তাহিক ও মাসিক-ভিত্তিতে ‘স্প্ল্যাশ’ সেবা নিতে যথাক্রমে ২ দশমিক ৪৪ টাকা, ১২ দশমিক ১৮ টাকা ও ৩৬ দশমিক ৫৩ টাকা (কর, মূসক ও সম্পূরক শুল্কসহ) দিতে হবে। কন্টেন্ট ব্রাউজ করার জন্য ডেটা চার্জ প্রযোজ্য হবে।

‘স্প্ল্যাশ’ মিউজিক অ্যাপে গান ডাউনলোড করে অফলাইনেও শোনা যাবে, বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহার করায় গ্রাহকরা সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন, দ্রুত স্ট্রিমিং সুবিধা থাকায় তুলনামূলক দুর্বল নেটওয়ার্কেও এটি কাজ করবে এবং ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো প্লেলিস্টে কোনো গান যুক্ত করতে বা বাদ দিতে পারবেন।