তথ্য প্রযুক্তিনির্ভর সেবায় ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের দাবি

তথ্যপ্রযুক্তিনির্ভর সেবাখাতগুলোর উপর থেকে ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের দাবি উঠে এসেছে এফবিসিসিআইয়ের খেলাধুলা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 11:55 AM
Updated : 21 June 2018, 12:02 PM

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির সভাকক্ষে এই সভায় তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তথ্য-প্রযুক্তি নির্ভর সেবাখাতগুলোর ওপর থেকে ভ্যাট পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান আলোচকরা।”

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী ‘ভার্চুয়াল বিজনেস’ সেবার উপর ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব রেখেছেন, যা তুলে নেওয়ার দাবি জানাচ্ছেন এখাতের ব্যবসায়ীরা।

এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির সভায় মোবাইল ফোন অপারেটরদের সেবার মান উন্নয়নসহ বিভিন্ন অফার সকল গ্রাহকের বোধগম্য করার উপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইনচার্জ মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুণ অর রশিদসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।