ব্যাংকপাড়ায় ছুটির আমেজ

ঈদের তিন দিনের ছুটি শেষে ব্যাংক-বীমা, শেয়ারবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান খুললেও এখনও ব্যাংকপাড়ায় চলছে ছুটির আমেজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 02:15 PM
Updated : 18 June 2018, 02:17 PM

ঈদের ছুটির পর সোমবার প্রথম কার্যদিবসে কমকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল কম।

রাজধানীর ব্যাংকপাড়া হিসেবে পরিচিত মতিঝিল, দিলকুশা, মগবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এদিন মতিঝিলের প্রায় সব ব্যাংকেই কমকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকেও ছিল একই চিত্র। 

ছুটি শেষ করে এখনও অনেকে ঢাকা ফিরে আসেননি, আবার অনেকে রওনা হয়েছেন ঢাকা অভিমুখে। এই কারণে ঢাকা এখনও ফাঁকা থাকায় ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় তেমন নেই।

কাজের চাপ কম থাকায় কর্মকর্তা-কর্মচারীদের ঈদের কুশল বিনিময় ও গল্প করে সময় কাটাতে দেখা যায়।

সোমবার যেসব গ্রাহক আসেন তাদের অধিকাংশই নগদ টাকা তুলছিলেন। আবার অনেকে আসেন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে।

গ্রাহকদের উপস্থিতি বিল কাউন্টারেই বেশি দেখা যায়।

ব্যাংকে টাকা তুলতে আসা রাকিবুল আলম বলেন, “নগদ টাকা তুলতে এসেছি। আজ ভিড় কম। মাত্র পাঁচ মিনিটে টাকা তুললাম।”