চাঁদরাতেও বেচাকেনার ধুম

শেষ রোজায় ঢাকা ফাঁকা হলেও শেষ মুহূর্তের কেনাবেচায় সরগরম নগরীর শপিং মল থেকে ফুটপাতের দোকানগুলো।

কাজী নাফিয়া রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2018, 06:02 PM
Updated : 15 June 2018, 06:10 PM

‘ক্রেতারা যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত দোকান খোলা’ রাখবেন বলে জানান গাউছিয়ার পাশের ইসমাইল ম্যানশনের জয়পুরী ওড়না হাউজের ব্যবস্থাপক মো. হোসেন।

তিনি বলেন, “আজকে চাঁদরাত। অনেক কাস্টমার রাত করেও আসে। আমরা সারারাত দোকান খোলা রাখব। কালকেই তো ঈদ।”

বিক্রেতারা বলছেন, শুক্রবার শেষ রোজায় গভীর রাত পর্যন্ত ভিড় দেখা যাবে বিপণিবিতান, শপিং মল ও ফুটপাতে।

দিনে রাজধানীর গুলিস্তান, বঙ্গবাজার, নিউ মার্কেট, গাউছিয়া, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব ও মিরপুর এলাকার বিপণি বিতানগুলোতে ক্রেতাদের সামলাতে ব্যস্ত দেখা গেছে দোকানিদের।

ঈদের আগে শেষ মুহূর্তে পছন্দে ড্রেসের সাথে মিলিয়ে জুতা কিনছে ছোট-বড় সবাই। ছবিটি রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে তোলা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ফুটপাতগুলোতেও  বিকিকিনি ছিল রমরমা। শেষ সময়ে বাকি থাকা কেনাকাটা সেরে নেন ক্রেতারা।

মিরপুর ২ নম্বরে ফুটপাতে ছেলেদের প্যান্ট বিক্রেতা হাশেম মিয়া বলেন, “আজকে যা বিক্রি করতে পারি তাই লাভ। থাকমু সারা রাত। কাল নামাজ পইড়া বাইত চইলা যামু।”

শেষ সময়ে এসে মেহেদি, জুয়েলারি, কসমেটিকস ও জুতার চাহিদাই ছিল বেশি।

গাউছিয়ায় কসমেটিকস আর মেহেদি কিনতে এসেছিলেন আফরিনা রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদে তো বাচ্চারা শখ করে মেহেদি লাগায়। আরও কিছু কেনাকাটা আছে। তাই কেনাকাটা সেরে ফেলছি।”

ঈদের আগে শেষ মুহূর্তে পছন্দে ড্রেসের সাথে মিলিয়ে জুতা কিনছে ছোট-বড় সবাই। ছবিটি রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে তোলা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সকাল থেকে ক্রেতাদের চাপ তুলনামূলক কম দেখা গেলেও সন্ধ্যার পরপর ক্রেতা সমাগম বাড়তে থাকে।

বহু মানুষ ঈদ করতে গ্রামে যাওয়ায় ফাঁকা ঢাকায় যানজট না থাকায় স্বস্তিতে শপিং করতে পারছেন বলে জানালেন বসুন্ধরায় কেনাকাটা করতে আসা নাখালপাড়ার বাসিন্দা এনামুল হোসেন।

তিনি বলেন, “এবারে ২৯ রোজা হবে তা ভাবিনি। কিন্তু সৌদি আরবে আজ ঈদ হয়ে যাওয়ায় নিশ্চিত হয়েছি, আমাদের এখানে কাল ঈদ হবে। তাই চলে এসেছি কিছু কেনাকাটা করতে।

“রাস্তাও তো ফাঁকা। আসতে বেশি সময় লাগেনি। মার্কেটেও ভিড় নেই। দেখেশুনে কেনা যাচ্ছে।”

নিউ মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, ইসমাইল ম্যানশনের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকলেও  ‘চাঁনরাতের’ কেনাকাটায় ফুটপাতও জমে ওঠে।

ফুটপাতে ১০ টাকা থেকে শুরু করে চারশ টাকায় বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। শার্ট, প্যান্ট, গেঞ্জি, ওয়ান পিস জামা, স্কার্ফ, ওড়না, জুতা, মেহেদি, লিপস্টিক, চেইন, দুল, ব্যাগ, আংটি হরেক পণ্যের সমাহার রয়েছে ফুটপাতে।   

এদিকে সাধারণ স্টেশনারি দোকানের তুলনায় সুপার শপগুলোতে বিভিন্ন খাবার সামগ্রী কিনতেও ক্রেতাদের ভিড় দেখা যায়।

মিরপুরের রঙধনু শপিং কমপ্লেক্সের আগোরা সুপার স্টোরের ম্যানেজার রহমান জানান, ক্রেতাদের সমাগমে তাদের হিমশিম খেতে হচ্ছে।

“আজকে সকাল থেকেই অনেক ক্রেতা এসেছে। বিক্রিও হয়েছে অনেক বেশি। ইফতারের আগ থেকে কাস্টমার কম ছিল। কিন্তু ইফতারের পর থেকে রাশ অনেক বেশি।”

ঈদ উৎসবে বিশেষ রান্না করতে ক্রেতারা কিনছেন সেমাই, চিনি, পোলাওয়ের চাল, বিভিন্ন ধরনের মশলা, নুডলস, দুধ, মুরগি, গরুর মাংস ইত্যাদি।

নিউ মার্কেটের একটি স্টেশনারি দোকান থেকে পোলাওয়ের চাল, সেমাই ও ‍বিভিন্ন ধরনের মশলা কিনেছিলেন সুমনা।

তিনি বলেন, “অন্যান্য কেনাকাটা শেষ। ঈদের দিন সব মেহমানরা বাসায় আসবে। অনেক সেমাই, জর্দা, ফিরনি, বিরিয়ানি রান্না করব। তাই কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছি।”

চাঁদরাতের কেনাকাটার তালিকায় আরও রয়েছে টুপি, আতর, জায়নামাজ।

বায়তুল মুকাররমের সামনে টুপি, জায়নামাজ, তসবী বিক্রি করেন ইয়াকুব হোসেন।

তিনি জানান, শেষ তিন-চার দিনে সবচেয়ে বেশি বিক্রি করেছেন তিনি।