৭৩০ টাকার ফোন আনল ওয়ালটন

নিজস্ব কারখানায় সংযোজিত ফিচার ফোন ‘ওলভিও এল৬’ বাজারে ছেড়েছে ওয়ালটন, যার দাম রাখা হয়েছে মাত্র ৭৩০ টাকা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 01:45 PM
Updated : 27 May 2018, 01:45 PM

ওয়ালটনের সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে শনিবার থেকেই  নতুন ফোনটি পাওয়া যাচ্ছে।

‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ‘ওলভিও এল৬’ ফিচার ফোনটি পাওয়া যাচ্ছে বেশ কয়েকটি রঙে।

আসিফুর রহমান বলেন, “সবার ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে সাশ্রয়ী মূল্যের এই ফিচার ফোনটি বাজারে ছাড়া হয়েছে। গ্রাহক এই ফোনে পাবেন প্রয়োজনীয় ব্যাটারি ব্যাকআপ, এলইডি টর্চ লাইট, গান কিংবা রেডিও শোনার ব্যবস্থা এবং ফেইসবুক ও ইন্টারনেট ব্রাউজিংসহ বেশ কিছু সুবিধা।”

ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ডিজিটাল ক্যামেরা; এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার; এফএম রেডিও এবং সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় এ ফোন সংযোজন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।  

ওয়ালটন জানিয়েছে, ফোন কেনার ৩০ দিনের মধ্যে যে কোনো ত্রুটি দেখা গেলে ক্রেতাকে তা পাল্টে দেওয়া হবে আরেকটি নতুন ফোন।

এছাড়া এক বছরের রেগুলার ওয়ারেন্টিসহ ১০১ দিনের মধ্যে ক্রেতারা পাবেন অগ্রাধিকারমূলক বিক্রয়োত্তর সেবা।