বেসিসের ওয়েবসাইট হ্যাকড

মিয়ানমারের একদল হ্যাকারের কবলে পড়েছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসস-বেসিসের  ওয়েবসাইট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 11:23 AM
Updated : 26 May 2018, 11:23 AM

শনিবার সকাল ১১টার দিকে ওয়েবসাইটটি হ্যাক হয়। ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নিয়ে তার বার্তা ঝুলিয়ে দেয় ‘মিয়ানমারের গ্রে হ্যাট টিনএজার্স.’।

বেসিসের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ওয়েবসাইট হ্যাকড হওয়ার কিছুক্ষণ পরই বেসিসের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা কাজ শুরু করে দেয়।

জনসংযোগ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ওয়াসেক সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাইটের কোনো ইনফরমেশন মিসিং আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। সাইটের নিয়ন্ত্রণ এখন বিশেষজ্ঞদের হাতে চলে এসেছে।”

শনিবার দুপুরের দিকে গ্রে হ্যাট টিনএজার্স গ্রুপ তাদের ফেইসবুক পেইজে বেসিসের সাইট হ্যাক করার ঘোষণা দেয়।

একইসঙ্গে তারা বাংলাদেশের দৈনিক ইনকিলাবের সাইট হ্যাকেরও হুমকি দিয়েছে।