সিএনজি স্টেশন বন্ধের সময় এগিয়েছে

রোজায় ‘গুরুত্বপূর্ণ সময়ে’ বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কেন্দ্রে বাড়তি গ্যাস সরবরাহের লক্ষ্যে বিকালে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 04:42 PM
Updated : 24 May 2018, 05:01 PM

শুক্রবার থেকে রোজার বাকি দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক তারিকুল ইসলাম খান জানিয়েছেন।

রোজার আগে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখা হত। রোজার শুরু থেকে এই সময় দুই ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করা হয়।

এখন দিনে সেই ছয় ঘণ্টাই সিএনজি স্টেশন বন্ধ থাকবে, তবে তা শুরু হবে দুই ঘণ্টা আগে।

“এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোম্পানিসমূহের ভিজিল্যান্স টিম মনিটর করবে এবং সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,” হুঁশিয়ার করা হয়েছে পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে।