ডেমরার পুলিশকে ওয়াটার পিউরিফায়ার দিয়েছে ‘ওভাই’

বিশুদ্ধ পানির সঙ্কট মেটাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা ব্যারাকে দশটি ওয়াটার পিউরিফায়ার দিয়েছে রাইড শেয়ারিং সেবা ‘ওভাই’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 01:48 PM
Updated : 24 May 2018, 01:48 PM

বৃহস্পতিবার এমজিএইচ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিন কুলার সংযুক্ত এসব ওয়াটার পিউরিফায়ার দেওয়ার কথা জানানো হয়।

এই ওয়াটার পিউরিফায়ার গুলোর মাধ্যমে ডেমরা ব্যারাকের প্রায় ৫০০ পুলিশ সদস্য উপকৃত হবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

‘ওভাই’এর চিফ অপারেশন অফিসার কাজী ওমর ফেরদৌসকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি এসব পিউরিফায়ার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শাহাব উদ্দীন কোরেশী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএমপির যুগ্ম কমিশনার (এইচকিউ) আশরাফুল আলম ও উপ-কমিশনার এসএম ইমরান হোসেন, ‘ওভাই’ এর ম্যানেজার গৌতম বড়ুয়া, অ্যাসিসট্যান্ট ম্যানেজার মো. শহীদুর রহমান ও শাফায়েত রেজা উপস্থিত ছিলেন।