রবি আনছে ভয়েস কলে লেনদেনের হিসাব রাখার সেবা

গ্রাহকদের ভয়েস কলভিত্তিক লেনদেনের হিসাব রাখার সুবিধা দিতে সম্প্রতি ডিজিটাল সল্যুশন প্রোভাইডার ‘হিসাব’ লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ডিজিটাল সার্ভিস প্রোভাইডার কোম্পানি রবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 11:26 AM
Updated : 24 May 2018, 11:26 AM

রাজধানীতে রবির করপোরেট কার‌্যালয়ে সম্প্রতি এই চুক্তি হয় বলে অপারেটরটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ‘হিসাব’র সিইও জুবায়ের আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তহমে এবং হেড অব কর্পোরেট স্ট্র্যাটেজি রুহুল আমিন উপস্থিত ছিলেন।

রবি জানিয়েছে, ভয়েস কলভিত্তিক এই সেবাটি ব্যবহার করে একজন অশিক্ষিত ব্যক্তিও তার ব্যবসায়িক লেনদেনের হিসাব পরিচালনা করতে পারবেন। এ সেবাটি এনজিও, ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ গ্রাহকদের জন্যও উপযোগী। সেবাটি নিতে কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।   

সেবাটির জন্য নিবন্ধন করতে ১৬৫১৩ নম্বরে কল দিয়ে ভয়েস ম্যাসেজের মাধ্যমে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বলতে হবে।

নিবন্ধনের পর ব্যবহারকারীরা তাদের হিসাব সম্পর্কিত কাজগুলো পরিচালনা করতে পারবেন। সেবাটি গ্রহণের জন্য প্রতি মিনিটে ৬০ পয়সা খরচ হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির কর্পোরেট স্ট্র্যাটেজির জেনারেল ম্যানেজার এ এম শাখাওয়াত হোসেন, এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার মো. মনিরুল ইসলাম ও ম্যানেজার মোহাম্মদ ইমরুল শহীদ, করপোরেট স্ট্র্যাটেজির স্পেশালিস্ট রেবেকা সুলতানা এবং হিসাব-এর হেড অব সেলস অপারেশন আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।