রাষ্ট্রপতি পুরস্কার নিয়েছে এনভয় টেক্সটাইলস

শিল্পখাতে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 10:53 AM
Updated : 24 May 2018, 10:53 AM

ছয়টি ক্যাটাগরিতে দেশের ১৩টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।

গত মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

শিল্প মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সচিব মোহাম্মদ আবদুল্লাহ বক্তব্য রাখেন।

ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, হাইটেক শিল্প, মাইক্রো এবং কুটির শিল্প শ্রেণিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।

প্রতিষ্ঠানের পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এনভয় গ্রুপের পরিচালক তানভীর আহমেদ।  পুরস্কার নেওয়ার প্রতিক্রিয়ায় তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনভয় টেক্সটাইল শুধুমাত্র একটি কারখানাই নয়, এটি বৃহৎ পরিবারও বটে। এটি একটি স্বপ্ন, এটি পরিবেশ সচেতন কারখানা। শ্রমিক বান্ধব প্রতিষ্ঠান।”

টেক্সটাইল কারখানাটি শতভাগ ‘কমপ্লায়েন্স’ বলে দাবি করেন তিনি।

এনভয় টেক্সটাইলস এনভয় গ্রুপের একটি প্রতিষ্ঠান। এর চেয়ারম্যান হচ্ছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ।

তানভীর আহমেদ কুতুবউদ্দিন আহমেদের ছেলে।