অগ্রগতির পরেও লোকসানে রবি

নেটওয়ার্ক বিস্তৃত করে ফোর জি চালুর পর গ্রাহক বাড়ালেও টানা তিন প্রান্তিকে লোকসান গুনেছে মোবাইল অপারেটর রবি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 04:30 PM
Updated : 23 May 2018, 03:18 AM

২০১৮ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তুলে ধরে মঙ্গলবার রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

লোকসানের জন্য ‘অসুস্থ বাজার প্রতিযোগিতা এবং উচ্চ করারোপের নেতিবাচক প্রভাবকে’ দায়ী করেছে রবি।

এক নজরে: প্রথম প্রান্তিক, ২০১৮

>> গত প্রান্তিক থেকে সক্রিয় গ্রাহক সংখ্যা ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে বর্তমানে রবির গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৬ লাখ, যার মধ্যে ২ কোটি ৫৩ লাখ ইন্টারনেট গ্রাহক।

>> মোট রাজস্বের পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি টাকা; পূর্ববর্তী বছর থেকে এ বছরে রাজস্ব বৃদ্ধির পরিমাণ ৫ দশমিক ৯ শতাংশ (একই সময়ে সেবাখাত থেকে রাজস্ব বৃদ্ধি ১৩ দশমিক ১ শতাংশ)।

>> মার্জিন ২১ দশমিক ৫ শতাংশ নিয়ে ইবিআইটিডিএ’র পরিমাণ ৩৫০ কোটি টাকা। পূর্ববর্তী বছর থেকে এ বছরে প্রবৃদ্ধির পরিমাণ ৪৮ দশমিক ৪ শতাংশ।

>> ফোরজি লাইসেন্স, প্রযুক্তি নিরেপেক্ষতা ফি এবং নেটওয়ার্ক সক্ষমতা বাড়াতে মূলধনী বিনিয়োগের পরিমাণ ৯৯০ কোটি টাকা।

>> নেটওয়ার্কে বিপুল বিনিয়োগ, বৃদ্ধিপ্রাপ্ত মার্কেট ইন্টারেস্ট রেট, উচ্চ করারোপ এবং বাজার প্রতিযোগিতার ধরনের কারণে লোকসান ১০৩ কোটি টাকা    

>> রাষ্ট্রীয় কোষাগারে জমা ৬৮০ কোটি টাকা

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “এ বছরের প্রথম প্রান্তিক শেষে রবি দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে ১০ লাখ ফোর জি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে। এখন প্রায় ২০ লাখ ৪.৫জি গ্রাহকের মাইলফলকের দোরগোরায় আমরা।

রবির ফোর জি সেবার উদ্বোধন অনুষ্ঠানে মাহতাব উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

“এ প্রান্তিকে রবির ডিজিটাল রূপান্তরের ধারা নতুন মাত্রা পেয়েছে। ক্লাউড-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট প্লাটফর্মের মাধ্যমে পরিচালিত বুদ্ধিমান হিউম্যানওয়েড বা সার্ভিস রোবট ‘রবি-সার্ভিসবট’ চালু করেছে রবি।”

লোকসানের বিষয়ে মাহতাব বলেন, “গ্রাহক-কেন্দ্রিক সেবা চালুর পরও অসুস্থ প্রতিযোগিতার কারণে আমাদের কোম্পানির অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে লক্ষণীয় প্রবৃদ্ধি সত্ত্বেও এ প্রান্তিকেও ক্ষতির মুখোমুখি হয়েছি আমরা। অব্যাহতভাবে এমন পরিস্থিতি কাম্য নয়।”

২০১৮ সালের প্রথম প্রান্তিকে রবির গ্রাহক সংখ্যা ২৭ লাখ বেড়ে ৪ কোটি ৫৬ লাখে দাঁড়িয়েছে, যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহকের ৩০ দশমিক ৪ শতাংশ।

এ সময় রবি ভয়েস কল (গত বছরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি) ও ডেটা ব্যবহার (গত বছরের তুলনায়  ৪২ শতাংশ বেশি) উভয় ক্ষেত্রে অগ্রগতি রয়েছে।

২০১৮ সালের প্রথম প্রান্তিকের ৯৯০ কোটি টাকাসহ কোম্পানির কার্যক্রম শুরুর পর থেকে রবির মোট মূলধনী ব্যয়ের পরিমাণ ২১ হাজার ৬৬০ কোটি টাকা।

১০ হাজার ৭শ’টির বেশি সাইট নিয়ে দেশের ৬৪টি জেলাতেই রয়েছে রবি’র নেটওয়ার্ক, যার মধ্যে ৯ হাজার ৩শ’টির বেশি ৩.৫জি সাইট এবং ৫ হাজার ২শ’টির বেশি ৪.৫জি সাইট।