শ্রমিক কল্যাণ তহবিলে বিএটির চেক হস্তান্তর

শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় নয় কোটি জমা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি বাংলাদেশ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 02:03 PM
Updated : 21 May 2018, 02:03 PM

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে ৮ কোটি ৮২ লাখ ৭ হাজার ৯৮৮ টাকার একটি চেক হস্তান্তর করেছে।

বিএটির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন ও মানবসম্পদ বিভাগের প্রধান রুমানা রহমান এসময় উপস্থি ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন মোতাবেক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ শুরু থেকেই এই ফান্ডে অর্থ জমা রাখছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বর্তমানে এই ফান্ডে তিনশ কোটি টাকা জমা আছে। যদি কোন শ্রমিকের মৃত্যু হয় তবে এই ফান্ড থেকে তার পরিবারকে ২ লাখ টাকা দেয়া হয়। এছাড়াও শ্রমিকের সন্তানদের শিক্ষাখাতে সর্বোচ্চ ৩ লাখ টাকা সাহায্য দেওয়া হয়।