আফ্রিকায় বাজার খুঁজবে এফবিসিসিআই

আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি ও অন্যান্য খাতে বিনিয়োগ এবং বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার খুঁজতে কয়েকটি দেশ সফর করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2018, 11:01 AM
Updated : 19 May 2018, 11:01 AM

উগান্ডা ও ইথিওপিয়াসহ আফ্রিকার দেশগুলোতে কৃষিজমি লিজ নিয়ে চাষাবাদের আগ্রহ প্রকাশ করেছে এফবিসিসিআইর সদস্যরা।

শনিবার এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের (আফ্রিকা) এক সভায়  এসব বিষয়ে আলোচনা হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, সিমেন্ট, প্লাস্টিক এবং সিরামিক পণ্য রপ্তানির বাজার খোঁজার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

কমিটির চেয়ারম্যান বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

কমিটির সাবেক ডিরেক্টর ইনচার্জ আমিন হেলালি এবং সদস্যরাও আলোচনায় অংশ নেন।