বুয়েটের ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বা রাইজ’র সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইউনিলিভার।
উগান্ডা ও ইথিওপিয়াসহ আফ্রিকার দেশগুলোতে কৃষিজমি লিজ নিয়ে চাষাবাদের আগ্রহ প্রকাশ করেছে এফবিসিসিআইর সদস্যরা।
শনিবার এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের (আফ্রিকা) এক সভায় এসব বিষয়ে আলোচনা হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, সিমেন্ট, প্লাস্টিক এবং সিরামিক পণ্য রপ্তানির বাজার খোঁজার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
কমিটির চেয়ারম্যান বাংলাদেশে উগান্ডার অনারারি কনসাল আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
কমিটির সাবেক ডিরেক্টর ইনচার্জ আমিন হেলালি এবং সদস্যরাও আলোচনায় অংশ নেন।