পুলিশকে মোটর সাইকেল দিয়েছে এসিআই মোটরস

ইয়ামাহা মোটর সাইকেলের পরিবেশক এসিআই মোটরস সম্প্রতি বাংলাদেশ পুলিশকে কিছু উন্নত প্রযুক্তির ২৫০ সিসি মোটর সাইকেল দিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2018, 10:26 AM
Updated : 21 April 2018, 10:26 AM

পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য মোটর সাইকেল চালানোর প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে এসিআই মোটরস।

শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন চত্বরে এ প্রশিক্ষণ কার‌্যক্রমের উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (পরিবহন) হাফিজ আখতার।

পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন জাপানের ইয়ামাহা মোটরের দুইজন প্রশিক্ষক। এরা হলেন ইয়ামাহা মোটরের সিনিয়র সুপারভাইজার কোমামোতো কেইচি এবং ইয়ামাহার গ্লোবাল সেফটি রাইডিং প্রমোশন গ্রুপের ম্যানেজার ওকাদা নরিও।

অনুষ্ঠানে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।