থাই পণ্যের চারদিনের মেলা শুরু সোমবার

প্রতি বছরের মতো এবারো থাইল্যান্ডের পণ্য সম্ভার নিয়ে শুরু হচ্ছে রাজধানীতে সোমবার থেকে শুরু হচ্ছে চার দিনের মেলা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2018, 08:11 AM
Updated : 19 April 2018, 08:11 AM

‘থাইল্যান্ড উইক’ শিরোনামে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এই মেলা চলবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান ঢাকায় রয়্যাল থাই দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (কমার্শিয়াল) সুয়েবসাক ডাঙবুনরুয়েং।

তিনি সাংবাদিকদের বলেন, “থাইল্যান্ড হচ্ছে বাণিজ্য ভূমি। আমাদের পণ্যের দাম অনেক কম হলেও আমদানি শুল্ক অনেক বেশি হওয়ায় দাম বেড়ে যায়।”

২৬ এপ্রিল পর্যন্ত চলমান এবছরের মেলায় থাইল্যান্ডের ৪৫টি এবং থাই পণ্যের আমদানিকারক বাংলাদেশি ৩৩টি প্রতিষ্ঠান অংশ নেবে বলে তিনি জানান।

মেলায় গাড়ির যন্ত্রাংশ, শিল্পকারখানার যন্ত্রপাতি, ফল, খাদ্য এবং কোমল পানীয়, প্রসাধনী, স্বাস্থ্যসেবা, গার্মেন্টস ও ফ্যাশন সামগ্রী, জুয়েলারি, শিশুদের পণ্য, উপহার সামগ্রী, গৃহস্থালি ও আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করা হবে।

এছাড়া প্রতিদিনই থাইল্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।