১৯-২১ এপ্রিল পর্যটন মেলা

টুর অপারেটরগুলোর আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 07:31 PM
Updated : 17 April 2018, 07:31 PM

বুধবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে টুর অপারেটর অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তসলিম আমিন শোভন বলেন,  অষ্টম বারের মতো এই মেলা আয়োজন করছেন তারা। এবার বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলায় ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ ১৬০টি স্টল থাকবে বলে জানান তিনি। 

তিন দিনের এই মেলায় দেশের ও বিদেশের অনেক পর্যটন সংস্থা,  ট্যুর অপারেটর,  ট্র্যাভেল এজেন্ট,  টুরিজম অথরিটি ও বিমান সংস্থা অংশ নেবে।

মেলায় ভুটান, নেপাল, থাইল্যান্ড, দুবাই, চীন, কম্বোডিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ভিয়েতনাম, ভারতের বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কাশ্মির ও ত্রিপুরা অংশ নেবে বলেও জানানো হয়।  

তসলিম বলেন, এই প্রথম ১৩টি দেশের প্রায় ৫০ জন বিদেশি প্রদর্শক এ মেলায় আসছেন।

মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।