‘সেলফি এক্সপার্ট’ অপো এফ৭ বাংলাদেশের বাজারে

অপোর ‘সেলফি এক্সপার্ট’ সিরিজের সর্বশেষ সংস্করণ এফ৭ বাংলাদেশের বাজারে উম্মুক্ত করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 01:31 PM
Updated : 17 April 2018, 01:31 PM

রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে মঙ্গলবার এক অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৫ এপ্রিল থেকে অপো এফ৭ বাজারে পাওয়া যাবে।

অনুষ্ঠানে ২৯ হাজার ৯৯০ টাকা দামের ৪ জিবি র‌্যামের ৬৪ জিবি ধারণক্ষমতার হ্যান্ডসেটটি উন্মোচন করা হয়। এফ৭ এর ৬জিবি র‌্যাম এবং ১২৮জিবি ধারণক্ষমতার ফোনটিও শিগগিরই বাজারে পাওয়া যাবে; যার দাম পড়বে ৩৫ হাজার ৯৯০ টাকা।

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং অনুষ্ঠানে বলেন, “অপো এফ৭ বাংলাদেশে যাত্রা শুরু করছে। এটি অপোর প্রিমিয়াম ক্যাটাগরি এফ সিরিজের নতুন সংষ্করণ। অপোই বাংলাদেশে প্রথম সেলফি ফিচারে দ্বিতীয় প্রজন্মের এআই টোকনোলজি নিয়ে এসেছে। আশা করছি এফ৭ বাংলাদেশে সাফল্য অর্জন করতে সক্ষম হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার তাসকিন আহমেদ বলেন, “আশা করছি, এফ৭ এর ফিচারগুলোর মাধ্যমে ব্যাপক সাড়া ফেলবে।”

অপো এফ৭ ফিচার

স্ক্রিন সাইজ

৬ দশমিক ২৩ ইঞ্চি এফএইচডি + সুপার ফুল স্ক্রিন

রেজ্যুলেশন

২২৮০ বাই ১০৮০ পিক্সেল

রিয়ার ক্যামেরা

১৬ মেগাপিক্সেল, এএফ

ফ্রন্ট ক্যামেরা

২৫ মেগাপিক্সেল

রিয়ার ক্যামেরা

১৬ এমপি

অপারেটিং সিস্টেম

কালার ওএস ৫.০, এন্ড্রয়েড ৮.১

র‌্যাম

৪ জিবি

স্টোরেজ

৬৪ জিবি

ব্যাটারি

৩ হাজার ২০০এমএএইচ, নন রিমুভেবল

সিম কার্ড

ডুয়েল সিম, ন্যানো-সিম, ফোরজি

ব্যাটারি

৩২০০ এমএএইচ

২৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং রিয়েল-টাইম এইচডিআর প্রযুক্তির কারণে এফ৭ উজ্জ্বল সূর্যালোক কিংবা কম আলোতেও ‘অসাধারণ উজ্জ্বল ছবি’ দেবে বলে অনুষ্ঠানে দাবি করা হয়।