বার্জারের পৃষ্ঠপোষকতায় বৈশাখি আল্পনায় রঙিন মানিক মিয়া এভিনিউ

বাংলা ১৪২৫ সালকে সামনে রেখে বৈশাখি আল্পনার রঙে রাঙানো হয়েছে ঢাকার মানিক মিয়া এভিনিউ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 03:25 PM
Updated : 16 April 2018, 03:25 PM

চৈত্র সংক্রান্তির রাত ১১টা থেকে পরদিন ভোর পর্যন্ত এশিয়াটিক ইএক্সপির আয়োজনে আঁকা হয় ‘বার্জার আল্পনায় বৈশাখ ১৪২৫’ শীর্ষক আল্পনা।

সোমবার আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিত্রকর মনিরুজ্জামানের নকশায় রাস্তার দুই পাশে এই আল্পনা আঁকায় অংশ নেন ৬৫০ জন শিল্পী।

আল্পনা উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ সময় অন্যদের মধ্যে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, এশিয়াটিক ইএক্সপির ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা কেদার লেলে উপস্থিত ছিলেন।

বার্জার পেইন্টসের পৃষ্ঠপোষকতায় ষষ্ঠবারের এই আয়োজনে সহযোগিতা করে সার্ফ এক্সেল।

আয়োজনে এবারই প্রথম শিশু-কিশোরদের আল্পনা আঁকার বিশেষ ব্যবস্থা হিসেবে ছিল ‘সার্ফ এক্সেল মাঠশালা’ অনুষ্ঠান।