শুরু হল এমটিবির স্টুডেন্ট ব্যাংকিং সেবা

শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবা চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 03:22 PM
Updated : 16 April 2018, 03:22 PM

রোববার ঢাকার বাংলামোটরে এমটিবি টাওয়ারে একটি অনুষ্ঠানের মাধ্যমে এমটিবি স্টুডেন্ট ব্যাংকিং সেবাসমূহ আনুষ্ঠানিকভাবে চালু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই স্টুডেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে শিক্ষার্থীরা লাইফস্টাইল বেনিফিট্স-এর জন্য ডিসকাউন্ট, আকর্ষণীয় ইন্টারেস্ট রেট, স্টুডেন্ট ফাইল প্রোসেসিং ফিতে ডিসকাউন্ট এবং কমপ্লিমেন্টারি ইনস্যুরেন্স কাভারেজ সুবিধা পাবেন।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান অনুষ্ঠানে বলেন, “এমটিবি সবসময় উদ্ভাবনী গ্রাহক সেবার প্রতি গুরুত্বারোপ করে থাকে। তারই অংশ হিসেবে আমরা দেশের বৃহৎ জনগোষ্ঠী ছাত্রছাত্রীদের জন্য আর্থিক সেবাসমূহ নিয়ে এসেছি।”

এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব এসএসই ও রিটেইল ব্যাংকিং তারেক রিয়াজ খান, হেড অব রিটেইল বিজনেস তৌফিকুল আলম চৌধুরী এবং গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।