ইবিএল ও ডিইজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং জার্মানির উন্নয়ন অর্থায়ন ইন্সটিটিউশন ডিইজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 01:14 PM
Updated : 16 April 2018, 01:14 PM

সোমবার রাজধানীর একটি হোটেলে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রুনো সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বাংলাদেশে এসএমই, করপোরেট এবং অবকাঠামো অর্থায়নে সহযোগিতা দিতে পারবে বলে আশা প্রকাশ করেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করার লক্ষ্যে উভয় প্রতিষ্ঠান কৌশলগত পর্যায়ে অংশিদারিত্ব অব্যাহত রাখবে।

বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং সবুজ ঋণ কার্যক্রমে সহায়তা দিতে ডিইজি ইবিএলকে দীর্ঘমেয়াদী তহবিল সরবরাহ করে এসেছে।

এছাড়াও স্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করেছে উভয় প্রতিষ্ঠান। টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য ইবিএল এবং ডিইজি যৌথভাবে একটি সামাজিক ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি উন্নয়নেও যৌথভাবে কাজ করেছে।