পহেলা বৈশাখে সিংড়ায় রবির ফোরজি সেবা

বাংলা নতুন বছরের প্রথম দিনে নাটোরের সিংড়ায় রবির ৪ দশমিক ৫জি এবং এয়ারটেলের ফোরজি প্লাস সেবা উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 11:37 AM
Updated : 15 April 2018, 11:37 AM

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

রোববার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী পলক সিংড়ায় ফোরজি সেবা চালু করার জন্য রবিকে ধন্যবাদ জানান।

রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ সিংড়ায় নির্বিঘ্নে রবির ৪ দশমিক ৫জি এবং এয়ারটেলের ফোরজি প্লাস সেবা চালু করতে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ বছরের ২০ ফেব্রুয়ারি দেশের ৬৪টি জেলায় রবির ৪ দশমিক৫জি এবং এয়ারটেলের  ফোরজি প্লাস সেবা উদ্বোধন করা হয়।

এ পর্যন্ত দেশের চার শতাধিক থানায় প্রায় ৪৪০০টি ফোরজি বিটিএস চালু করেছে অপারেটরটি।