২৬ এপ্রিল থেকে ঢাকা-গুয়াংজু রুটে উড়বে ইউএস-বাংলার ফ্লাইট

ইউএস-বাংলা এয়ারলাইন্স চীনের গুয়াংজুতে ফ্লাইট চালু করতে যাচ্ছে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 08:58 AM
Updated : 10 April 2018, 08:58 AM

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিছে, প্রাথমিকভাবে আগামী ২৬ এপ্রিল থেকে সপ্তাহে তিনদিন ঢাকা থেকে গুয়াংজু রুটে চলবে ফ্লাইট।

ঢাকা-গুয়াংজু রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৩০ হাজার ৪০৮ টাকা এবং ফিরতি ভাড়া ৩৯ হাজার ৪৪২ টাকা ঠিক করা হয়েছে। 

এছাড়া গুয়াংজু-ঢাকা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২১৮৭ সিএনওয়াই (চীনের মুদ্রা ইউয়ান) এবং ফিরতি ভাড়া ৩৬৩৩ সিএনওয়াই নির্ধারণ করা হয়েছে। 

প্রাথমিকভাবে শনি, মঙ্গল, বৃহস্পতিবার ঢাকা থেকে রাত ৯টা ৫০ মিনিটে গুয়াংজুর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং গুয়াংজুতে পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে।

আর গুয়াংজু থেকে রোব, বুধ ও শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সকাল ৭ টায় পৌঁছাবে।

ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি আসন রয়েছে।