শিবপুরে বেস্ট বাই’র আরেকটি বিক্রয় কেন্দ্র

গৃহস্থালি প্লাস্টিক সামগ্রী ও ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ নরসিংদীতে আরও একটি শোরুম চালু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 10:58 AM
Updated : 8 April 2018, 10:58 AM

আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল সম্প্রতি শিবপুরে শোরুমটি উদ্বোধন করেন বলে প্রাণ-আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হাউজহোল্ড প্লাস্টিক, ইটালিয়ানো মেলামাইন, গুডলাক স্টেশনারি, দুরন্ত বাইসাইকেল, রিগ্যাল ফার্নিচার, ভিশন ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্য সামগ্রী শোরুমে পাওয়া যাবে। নরসিংদীতে এ নিয়ে তিনটি শোরুম চালু করেছে ‘বেস্ট বাই’।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল জানান, মানসম্মত সেবা ও ক্রেতাদের চাহিদা পূরণ করতে শোরুমটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল স্থানে ‘বেস্ট বাই’ এর শোরুম চালু করা হবে।

‘বেস্ট বাই’ কে সর্ববৃহৎ রিটেইল চেইন শপ করার লক্ষ্যে আরএফএল কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 

 বেস্ট বাই এর ইনচার্জ রাহাত জাহান শামীম, হেড অব সেলস আতিকুর রহমান ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। বর্তমানে ঢাকাসহ সারাদেশে ‘বেস্ট বাই’ এর ১৭০টি শোরুম চালু রয়েছে।