ছয় প্রতিষ্ঠান থেকে ১৪৪ কোটি টাকা পাচ্ছে হাশেম রাইস

সজীব গ্রুপের ‘হাশেম রাইস মিলস’ প্রকল্পে ১৪৪ কোটি টাকা সিন্ডিকেট ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংকসহ ছয়টি প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 10:09 AM
Updated : 8 April 2018, 10:09 AM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব প্রতিষ্ঠান এই প্রকল্পে ঋণ দিচ্ছে সেগুলো হল- প্রাইম ব্যাংক, বেসিক ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক ও সাবিনকো।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হালিম চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারুক মঈনউদ্দীন, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান, ব্যাংক এশিয়ার এসইভিপি শাফিউজ্জামান, সাবিনকোর উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ এহসানুল করিম এবং হাশেম রাইস মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. আবুল হাশেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে হাশেম রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাশেম, সজীব গ্রুপের সিএফও রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।