ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ

বেসরকারি ব্র্যাংক ২০১৭ সালে সাড়ে ৫৫০ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা ২০১৬ সালের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 02:48 PM
Updated : 4 April 2018, 02:48 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন।

তিনি বলেন, ২০১৭ সালে ব্র্যাংক ব্যাংকের সমন্বিত নিট মুনাফা (কর পরিশোধের পর) দাঁড়িয়েছে ৫৪৯ কোটি ৮০ লাখ টাকা। ২০১৬ সালে এই মুনাফার পরিমাণ ছিল ৮০৭ কোটি ৬০ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৭ সালে সমন্বিত আর্নিংস পার শেয়ার (ইপিএস) বেড়ে ৬ টাকা ০৭ পয়সা হয়েছে, যা ২০১৬ সালে ছিল ৪ টাকা ৫৫ পয়সা।

২০১৭ সালে সলো ভিত্তিতে ইপিএস বেড়ে ৬ টাকা ১৪ পয়সা হয়েছে। ২০১৬ সালে যা ছিল ৫ টাকা ২৩ পয়সা। ২০১৭ সালের ডিসেম্বরে প্রতি শেয়ারে নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩১ টাকা ১০ পয়সা।

যা ২০১৬ সালের ডিসেম্বরে ছিল ২৫ টাকা ৯০ পয়সা।

সেলিম আর এফ  হোসেন বলেন, “গত দুই বছরে ব্যাংকটি অসামান্য সাফল্য অর্জন করেছে। ২০১৭ ব্র্যাক ব্যাংকের জন্য মাইলফলক অর্জনের বছর ছিল। প্রযুক্তি ও মানসম্পদের উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে, যা দেশের সেরা ব্যাংক হওয়ার পথে এক ধাপ এগিয়ে নিয়েছে।”

সংবাদ সম্মেলনে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বিশ্লেষক এবং পুঁজিবাজার বিশেষজ্ঞরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এ কে জোয়াদ্দার, উপ-ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।