শুরু হচ্ছে আইটি ইনকিউবেটরের দ্বিতীয় পর্ব

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভাগের অন্তর্ভুক্ত বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ডিজিটাল উদ্যোক্তাদের উন্নয়নমূলক কর্মসূচি ‘আইটি ইনকিউবেটর’র দ্বিতীয় পর্ব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 06:39 PM
Updated : 19 March 2018, 06:39 PM

দেশের সম্ভাবনাময় ডিজিটাল স্টার্টআপগুলোকে সার্বিক সহযোগিতা দিতে শুরু হচ্ছে এই কর্মসূচি।

সোমবার কাওরান বাজারের জনতা টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এবারের কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলালিংকের চিফ কর্পোরেট এ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।

কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আবেদন করার সময়সীমা ১৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।      

আইটি ইনকিউবেটর বাংলালিংকের মালিকানা প্রতিষ্ঠান ভিওনের ফ্ল্যাগশিপ কর্পোরেট রেসপন্সিবিলিটি প্রোগ্রাম মেক ইউর মার্ক এর অন্তর্ভুক্ত।