‘সিঙ্গারের আয় বেড়েছে ৩৭ শতাংশ’

২০১৭ সালে ৩৭ শতাংশ আয় বেড়েছে ইলেকট্রনিকস ও প্রযুক্তি বিপণন কোম্পানি সিঙ্গার বাংলাদেশের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2018, 04:08 PM
Updated : 16 March 2018, 04:08 PM

গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের নিরীক্ষিত হিসাবের বরাত দিয়ে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, “গত বছরে বিক্রয় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ১ বিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। পাশাপাশি পরিচালন মুনাফা বেড়েছে ২৭ শতাংশ।

“করপরবর্তী মুনাফা ৩৭ শতাংশ বাড়ার পর টাকার অংকে এর পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৬ মিলিয়ন টাকা।”

সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান গ্যাভিন জে ওয়াকার বলেন, “বিগত দুই বছরের তুলনায় তার কোম্পানির বিক্রয় বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশেরও বেশি। এই সময়ের মধ্যে আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি।”

সিঙ্গার ১৯৮৩ সাল থেকে একটি পাবলিক লিমিটেড কোম্পানি এবং এখন পর্যন্ত গৃহে ব্যবহার্য সামগ্রীর একমাত্র কোম্পানি হিসেবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।